শিশুটি...,
,
লাস কাঁটা ঘরে....
দোল দোল দুলুনি
সোনা আমার ঘুমল,
কখন তা একবারও বুঝিই নি ।
লাল, নীল বেলুন আর চকলেট ।
দুধে দাঁত একটিও পরে নি যার
আজ গাছে ডালে ঝুলন্ত দেহ পাওয়া গেল তার ।
বাবা মায়ের আদরের সোনামণি,
জীবনের কঠিন সত্য গুলি বুঝে ওঠে নি তখনই ।
আফিং খাওয়া সমাজ ঝিমিয়ে থাক সব পেয়েছির দেশে,
ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাক রেপিস্টদের হাতে ।
-দেবশ্রী
,
লাস কাঁটা ঘরে....
দোল দোল দুলুনি
সোনা আমার ঘুমল,
কখন তা একবারও বুঝিই নি ।
লাল, নীল বেলুন আর চকলেট ।
দুধে দাঁত একটিও পরে নি যার
আজ গাছে ডালে ঝুলন্ত দেহ পাওয়া গেল তার ।
বাবা মায়ের আদরের সোনামণি,
জীবনের কঠিন সত্য গুলি বুঝে ওঠে নি তখনই ।
আফিং খাওয়া সমাজ ঝিমিয়ে থাক সব পেয়েছির দেশে,
ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাক রেপিস্টদের হাতে ।
-দেবশ্রী
Comments
Post a Comment