2

সাদা কুয়াশায় ঢাকা অন্ধকার একটি স্টেশান,

শেষ ট্রেনের যাত্রী টি বসেআছে একটি বেঞ্চের ওপর ।

দূর থেকে দেখলে মনে হচ্ছে একটি কালো-সাদা ছায়া মূর্তী ।

শেষ ট্রেনের যাত্রী সে ।

চারধারে ঘন কালো জঙ্গল এ ঘেরা ,

জঙ্গলের ভেতর থেকে একটি ময়ূরের ক্যা...ক্যা...করে হঠাৎ ডেকে ওঠা ।

হৃদয় ভেদকারী সেই শব্দ স্টেশানের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে লাগলো ।

একিট পেঁচা ডানা ঝাপটাতে ঝাপটাতে চলেযায় না জানি কোন নিরুদ্দেশে ।

যে মাঠে ফসল নাই,তার ধারে মেঠো ইঁদুরের ছট ফটানি,

না জানি কোন বার্তা বহন করে ।

অন্ধকার দিঘির ধারে রাতজাগা কামুক বুনোহাঁসরা ছটফট করে ।

অন্ধকার আকাশে নিঃসঙ্গ চাঁদ থমকে থাকে ।



নাজানি তাঁরা কোন অজানা সংবাদ বহন করে ।

দূরে দূরে বহু দূর থেকে কুয়াশা ভেদকারী

গুরু গম্ভীর এক শব্দ ভেসে আসে  ।

শেষ ট্রেন টি এসে দাড়াল স্টেশানে ।

শবদেহের গন্ধ বাতাসে ভেসে আসে ।

ট্রেনটি ছেড়ে যায় স্টেশান থেকে ।

রেললাইনের ওপর লেগে থাকা রক্তের লোভে

কুকুরেরা লড়ালড়ি করে ।

অশ্বথ্বের ডালেবসে থুরথুরে অন্ধ পেঁচাটি কাঁদে ,

একলা চাঁদ ডুব দিলো অন্ধকার দিঘির জলে ।











Comments

Popular Posts