নিঃসঙ্গ রাত
এক গ্লাস ওয়াইনে ভাসমান বরফের টুকরো,
আরও একটি নিঃসঙ্গ রাত,
আমি আর আকাশের চাঁদ ।
অবশ হয়ে আসা শরীরটা আর ধার ধারে না
কোন নীতি বাক্যের আজ,
সে কামনা করে একটি শক্ত পোক্ত বাঁধনের ।
দরজায় কড়া নাড়ে উতল বাতাস,
সে বলে লক্ষ্মীটি খুলে দাও আজ ।
জানালা দিয়ে চাঁদের আলো এসে পরে
আমার সাদা বিছানায় ।
ছোট্ট ইঁদুরটি বার্তা নিয়ে আসে
অন্ধকার কালো গর্তের,
দূরে জাহাজের ডাক শুনতে শুনতে
সাদা বরফটি মিলিয়ে যায় হলুদ ওয়াইনে ।
Comments
Post a Comment