অ - সময়
অ - সময়
দেবশ্রী
ছোট্ট কালো দশ বছরের বুলি,
সারা শরীরে বুলেটের ক্ষত নিয়ে
সমাজের কাছে এক মুক ও বোধির
প্রশ্ন রেখে গেছে ।
কপালে হিংস্র জানোয়ারের কামর নিয়ে
নগ্ন ধর্ষিতা মেয়েটি যখন দৌড়ে বেরায়
সমাজের বুকে,
তখন ধর্ষক সমাজ বিজ্ঞাপন দেয়
"ধর্ষক ভাড়া পাওয়া যায় এখানে" ।
"বন্দে মাতরম" কথাটির অর্থ কি
"মাকে দমবন্ধ করে মার তবে এখন" ?
গুমোট অন্ধকারে কাঁচা মাংস আর রক্তের গন্ধ
ভেসে আসে নাকে ।
ঘন সবুজ বনদেবীর বুকে হিংস্র দাঁতাল,
মাতালরা সব লুকিয়ে থাকে ।
তাই বুঝি রণ হুঙ্কার ভেসে আসে চারিদিক থেকে,
আরেকটি অসুর বধের সময় বুঝি ঘনিয়ে এলো
বঙ্গ জননীর বুকে ।
Comments
Post a Comment