বাউণ্ডুলে
বাউণ্ডুলে
দেবশ্রী
অনেক তো হল
এবার তাহলে থাক ।
টুকরো টুকরো ক্যালেন্ডারের পাতাকে
জুড়তে বসার কোন মানে হয় ?
ক্যামেরার লেন্সের ধুলো ঝেড়ে তাকে
আলমারিতে সযত্নে তুলে রাখা আজ
অর্থহীন ।
ওঠানামা,চলাফেরা কিংবা সমালোচনা
সব কিছু আজ ভীষণ রকমের বেমানান ।
সারা গায়ে বাউণ্ডুলে পাউডার মেখে
লেবু-লজেন্স চুষতে চুষতে,
পাঁচ টাকার একটা বেলুন কিনে
সার্কাসে নাম লেখাই ।
Comments
Post a Comment