3
আজ মেঘলা দিনে আমার অন্ধকার ঘরে
মেঘ মল্লার রাগ বাজছে পুরাতন গ্রামোফোনটিতে,
পাশের পুকুরটি তে শতসহস্র তীর এসে পড়ছে
আকাশ থেকে ।
জানালার পাশে রাখা বেগুনি অর্কিড ফুল গুলো
বর্ষার ঝড়ো হাওয়াকে যেন বলল বাহবা !
পোষা বেড়ালটা আজ আশকারা পেয়েছে
ন্যাপথলিনের গন্ধমাখা নকশীকাঁথায় শোবার ।
পুরাতন চিঠিপত্র নতুন করে একবার পড়ে
আবার দেরাজে তুলে রাখলাম ।
শাঁখের আওয়াজ,ধূপের গন্ধ,পাশের বাড়ির
ঝগড়ার আওয়াজ সব মিলেমিশে এক ইন্দ্রজাল রচনা করে ,
তারই মাঝে ঘড়ির ঢং ঢং শব্দে চেতনা ফিরতেই
ছুটে গেলাম আয়নার সামনে ,
মুখ মুখি হলাম নিজের সাথে ।
-দেবশ্রী
Comments
Post a Comment