Poka

পোকা

দেবশ্রী

দেওয়াল জুড়ে থিকথিক করছে পোকা,

কান,নাক,মুখ দিয়ে

প্রবেশ করেছে শরীরের ভেতরে ।

আমরা নিরুপায়,

শরীরের হরমোন গুলো শুকিয়ে যাচ্ছে,

আমাদের মস্তিষ্ক টাকে

হোয়াইট ওয়াস করে দিয়েছে ওরা ।

অন্ধকারের মাঝে কিলবিল করছে সামাজিক ব্যাধি গুলো ,

মস্তিষ্ক হীন মানুষ আজ ভীষণ অসহায় ।





Comments

Popular Posts