বিবাহ
বিবাহ
দেবশ্রী
লাল কাপড়ে আবৃতা
এক রক্ত মাংসে গড়া কলা বৌ ।
হাজার নিয়ম এর শৃঙ্খলে আবদ্ধ
এক কারাগারে তাকে নির্বাসনে পাঠান
হল সাত জন্মের জন্য ।
অপরাধ ?
তাকে জন্মাতে হয়েছে
যে নারী রূপে ।
সমাজ নির্ধারিত করেছে
এক প্রহরী তার জন্যে,
কলা বৌ এর শরীর মন
তার কাছে আজ থেকে
যক্ষের ধন ।
প্রহরী আজ রক্ষকের বেশে
থাবা বসিয়েছে তাঁর সবুজ
চিক্কণ শ্রাবণের ধারর মতন
উলঙ্গ সৌন্দর্যে ।
সে ইচ্ছে করলেই কলাবৌ এর
মুখে নিজের থুতু,বমি,প্রস্রাব ছিটিয়ে
হাত তালি দিয়ে বিদ্রূপের
হাসি হসতে পারে ।
তার ইচ্ছে হলেই গলায় দড়ি পড়িয়ে
হাতে ডুগডুগি বাজিয়ে বলতে পারে
"নাচ হনুমতি" ।
সে ইচ্ছে করলে কানে ঢেলে
দিতে পারে গরম গালা,
কিংবা চোখ উপরে,জিভ কেটা
কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে
দেখতে পারে তামাসা ।
প্রতিবন্ধী নারী বিষাক্ত ছোবলের
ভয়ে নিজের সতীত্বের পরীক্ষা দিয়ে চলে
সাত জন্ম ধরে ,
পুরুষ সাপ খেলা দেখিয়ে বেরায়
মাঠে ঘাটে ।
Comments
Post a Comment