স্পর্শ

স্পর্শ

দে ব শ্রী





আমার ভালোলাগা রঙ্গিন ফিতে,

শীতের হলুদ ফুলের রেণু মাখা

রেশমি রুমালের মতন আমার

স্বপ্নময় জীবনটি আরও রঙ্গিন

হয়ে ওঠে তোমার স্নেহের স্পর্শে ।

হাজার ভালো না লাগার মাঝে

তোমার আদুরে হাসি শরতের

শিশির মাখা পদ্ম পাতার কোমলতা

আমার প্রাণকে শীতলতা দান করে ।

প্রজাপতির পাখায় আঁকা ছোট্ট একটি

কল্কার মধ্যে যেন জীবনের লুকিয়ে থাকা

সমস্ত রং আমাকে নতুন করে

বাচতে অনুপ্রাণিত করে ।

Comments

Popular Posts