Kajer lok
কাজের লোক
দেবশ্রী
মেঝের ওপর বাসনের ক্যাঁচ ক্যাঁচ শব্দ,
দুর্গন্ধময় বার্থ রুমে অ্যাসিডের গন্ধ,
যেখানে শৈশবে ফেলে আসা ছড়ার গান
বা আঁতুড়ে গন্ধ মূর্ছা যায় ।
অভুক্ত পেট আর গতরের যন্ত্রণায়
একটু অবকাশ যাপন, বৃদ্ধ কর্তার শরীরী সেবায়,
পাশবিক ক্ষুধার কাছে সমর্পিতা হয়ে,
দু মুঠো অন্ন মেলে কর্তা তুষ্ট হলে।
ছেঁড়া চটে শুতে যাই রাত্রি বেলা,
রাস্তায় হিংস্র কুকুরেরা খেয়োখেয়ি করে,
মনে হয় এসব শোনার পর দুঃখ করা কি আমায় সাজে ।
Comments
Post a Comment