মায়া
অন্ধকার নদীর বুকে ছোট্ট একটি আলো,
মন আমার বলে সেও তো ভালো...
ঠিক যেন অন্ধকার আকাশে চাঁদের মতন,
যদি তা হয় কোন আশার আলো ।
ভাটিয়ালি গান গেয়ে কে যেন আসে দাড় বেয়ে,
মন বলে এ সুর যে বড় চেনা...
শুধু অচেনা শব্দ দিয়ে নতুন করে বাঁধা ।
তুলসিতলায় সন্ধ্যা বাতি টিমটিময়ে জ্বলে,
সাঁঝের তারা আকাশেতে এখনও রয়েছে উঠে ।
কিন্তু আলো খানি মিলিয়ে যায় নদী বক্ষে,
মন বলে , সবই মায়া,কার জন্য কর তবে আক্ষেপ ?
Comments
Post a Comment