1

আন্তর্জাতিক হাসপাতালের মর্গে ,

স্বাধীন ভারতবর্ষের মৃত দেহ  পড়ে আছে ।

কিছুক্ষন আগে ময়নাতদন্ত শেষ হয়েছে ,

রিপোর্ট টা পড়ে জানাগেছে,

তাঁর বীষক্রীয়ায় মৃত্যু হয়েছে ।

রিপোর্ট টি আরেকটু ভালোকরে পড়তে গেল সে,

দেখতে পেল,একটি নয়,

অনেকগুলো বীষ শরীরে ঢোকায় মৃত্যু হয়েছে তাঁর ।

বীষগুলির নাম যথাক্রমে:

সন্ত্রাসবাদ,সাম্প্রদায়ীকতাবাদ,

প্রাদেশীকতাবাদ,ঘুষকেলেঙ্কারী,

খাদ্যকেলেঙ্কারী,শ্লীলতাহানী

ইত্যাদি,ইত্যাদি,ইত্যাদি ।

রিপোর্টটি পড়া শেষ হয় নি,

শববাহী গাড়িতে তোলা হল দেহখানি ;

জড়িয়ে দেওয়া হল,ত্রিরঙ্গা,তাঁর প্রিয় পোশাকখানি।

কিছুক্ষনচললো,রাজনীতির রঙবাজী ।

জনসমক্ষে,অন্তেষ্টীযাত্রার আহামরি ।

তারপর এক অজ্ঞাত স্হানে চললো শববাহী ;

পিছু নিল সেই অজ্ঞাত পরিচয় ভারতবাসী ।

টুকরো,টুকরো করতে দেখল সে শব খানি ,

চোখের সামনে খুলে গেল,

কিছু দেশপ্রানের মুখোশ গুলি ।

পরের দিন খবরের কাগজে

বের হল মৃত্যু সংবাদ টি ।

কিন্তু হিম ঘরে কফিন বন্দী হয়ে পড়ে থাকলো,

অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ ও আসল সত্যখানি ।

Comments

Popular Posts