ওঁ

ওঁ

দেবশ্রী

নিথর শরীরটি ছেড়ে অন্ধকার অলিগলি পার হয়ে

একটি আলোকময় উজ্জ্বল জগৎ,

যেখানে জীবনের বৃহৎ ঘটনা গুলি স্বপ্নময় ছেলেমানুষি মাত্র ।

চারিদিকের এক গভীর আন্তরীক, নির্ভয়, শান্ত পরিমন্ডল,

রোগ,ভয়,হিংসা,মৃত্যুর থেকে বহু দূরে আমি চলে এসেছি,

আর ফিরে যাবার বিন্দু মাত্র ইচ্ছা অনুভব করছি না ।

Comments

Popular Posts