Ichche
অবিশ্রান্ত বৃষ্টির ধারায় মন
আজ বড় নাছোড়বান্দা,
সে আজ মানে না কোন কথা ।
প্রিয় কবির লেখা বইয়ের পাতা
উল্টোতে থাকে হাতের আঙ্গুল,
কিন্তু মন বলে আজ থাকুক ।
আয়নার সামনে দাড়াতেই মনে হল
বছর চল্লিশ পর কেমন হবে
আমার মুখটা ?
হু....ঠিক যেন আমার ঠাম্মু টা ।
আমার আমের আচার খাওয়া,
বৃষ্টির জলে নৌকা ভাসান
সব ইচ্ছে গুলো কি থাকবে
তখনো ?
শরীরের হয়, কিন্তু মনের পরিবর্তন
যে হয় না কখন ।
মন বলে আজ এতসব হিসেব নিকেশ
বরং থাক,
প্রিয় কবির বই এর পাতা ছিঁড়ে
নৌকা ভাসান যাক ,
না হলে দুই বন্ধু মিলে আজ
বেরিয়ে পড়া যাক ।
মন, কোথায় যাবে আমাকে নিয়ে ?
চলো না যাই তোমার ঠাম্মুর কাছে,
কিন্তু, সে তো বৃদ্ধাশ্রমে ।
সেখানেই যাব আমরা,
ঠাম্মুদেরও তো ইচ্ছে হয়
বৃষ্টির জলে ভেজার ।
Comments
Post a Comment