Khoni

খনি

দেবশ্রী



মিসমিসে কালো সোনার খনি,

পাষণ্ড গুলি এক একটি

যেন মৃত্যুর বাস্তব চিত্র ।

তারই মাঝে গজিয়ে ওঠা

ক্ষুধা,নিরক্ষরতা,মহাজনী

ও দেহজ কারবারের

এক একটি পরজীবী ।

রক্তিম হাহাকারের মাঝে

জীবন কে স্তব্ধ করে রাখে

ধূসরায় নেশা ।

নেশা গ্রস্ত কামিন রা জীবাশ্মে

পরিণত হয়....,

ঝুমরিরা উপন্যাসের নায়িকা হলে

পাঠকরা মহুয়া পান করে ।

Comments

Popular Posts