দুর্গা

দুর্গা

দেবশ্রী





কালোঝিল বস্তির পাঁচ ফুট বাই সাত ফুটের

অন্ধকার ঘরে জানালার ধারে বসে ছোট্ট দুর্গা

স্কুলে যাবার স্বপ্ন দেখে ।

মল্লিক বাজারের পচা ড্রেনের ধারে বসে

ফুল বিক্রি করে যে দুর্গা মাসি,

সে নিজের একটি ফুলের বাগানের স্বপ্ন দেখে ।

পুনার চকলেট টাওয়ারে যে দুর্গা বাই সন্ধ্যা হলেই

মুখে রং মেখে খদ্দেরের আশায় বসে থাকে,

সে তাঁর সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ এর স্বপ্ন দেখে

শাড়ির আচলে চোখ মোছে ।

কত চেনা অচেনা দুর্গাদের খবর বেরোয় খবরের কাগজে,

কিংবা বাহবা পাওয়া কবিদের গদ্যে,পদ্যে ।

যখন দিল্লির বিজলী,কামদুনীর রিঙ্কী দের শিকার হতে হয়

রক্ত বিজের বংশধরদের, তখন তিলোত্তমারা প্রতিবাদে নামে

ক্যান্ডেল লাইট রালিতে ।

কিন্তু সদ্যজাত দুর্গাদের আজও মিলিয়ে যেতে হয় কোন

এক অন্ধকার গলির গোলোক ধাঁধাঁর মাঝে ,

কিংবা দুর্গাদের পড়ে থাকতে হয় হসপিটালের বার্নিং ওয়ার্ডে ।

আদি অনন্তকাল ধরে পরিবারে,বিদ্যালয়ে,অফিসে কিংবা ইট ভাটায়

দুর্গারা হাজারো লাঞ্ছনার মধ্যেও সৃষ্টির উল্লাসে মেতে চলে ;

নিশ্চিহ্ন করে দিতে পারেনি তাদের  চাইল্ড অ্যাবিউস,রেপ,ডাউরির মতন

শক্তিশালী সামাজিক মারণাস্ত্র ।

দুর্গা একটি নাম যা মাতৃ রূপে,শক্তি রূপে,সৃষ্টি রূপে , আত্মা রূপে

সমাজের শরীরে প্রতিষ্ঠিতা ।



Comments

Popular Posts